জর্জিয়া মেলোনির সঙ্গে ভাইরাল ছবি নিয়ে যে ব্যাখ্যা দিলেন ইলন মাস্ক
তবে কি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ‘প্রেম’ করছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক। অনলাইনে তাদের একটি ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই এ প্রশ্ন তুলেছেন।
গত মঙ্গলবার নিউইয়র্কে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হয় মেলোনি ও মাস্কের। তাঁদের যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি ওই অনুষ্ঠানেই তোলা। অনুষ্ঠানে মেলোনির প্রশংসা করে তাঁকে ‘খাঁটি, সৎ এবং সত্যবাদী’ বলে বর্ণনা করেন মাস্ক। তিনি বলেন, সব সময় রাজনীতিবিদদের সম্পর্কে এমন কথা বলা সম্ভব হয় না।
এ বছর মেলোনি আটলান্টিক কাউন্সিল গ্লোবাল সিটিজেন অ্যাওয়ার্ড পেয়েছেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ইলন মাস্ক। এ সময় মেলোনির প্রশংসা করে মাস্ক বলেন, এমন একজনের হাতে পুরস্কার তুলে দিতে পারা সত্যিই সম্মানের ‘যিনি বাইরে থেকে যতটা সুন্দর, অন্তর থেকে তার থেকেও বেশি সুন্দর। মেলোনি এমন একজন, যাঁর প্রতি আমি মুগ্ধ। যিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দারুণভাবে দায়িত্ব পালন করছেন।’
আটলান্টিক কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতি তাঁর (মেলোনির) দৃঢ় সমর্থন এবং ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার কারণে’ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
ইলন মাস্কের মালিকানায় থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ এক পোস্টে মেলোনি মাস্ককে তাঁর বক্তব্যের জন্য ধন্যবাদ জানান।
এরপর ‘টেসলা ফ্যান ক্লাব’ নামে একটি গ্রুপের অ্যাকাউন্ট থেকে মাস্ক ও মেলোনির একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘আপনার কি মনে হয় তাঁরা প্রেম করছেন?’
ওই পোস্ট নিয়ে মাস্ক নিজেই উত্তর দেন—‘তাঁরা প্রেম করছেন না।’
২০২২ সালের অক্টোবরে মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরের বছর টেলিভিশন সাংবাদিক আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে ১০ বছরের সম্পর্কের ইতি টানেন তিনি। তাঁদের একটি মেয়ে আছে।
রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ চায় পুলিশ _______________ মাহমুদুল হাসান ঢাকা প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৭: ৩৭ গণ–আন্দোলন দমাতে পুলিশকে এভাবেই ব্যবহ...
No comments:
Post a Comment