এখন তো শেখ হাসিনার সিন্ডিকেট নেই, তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন: রিজভী ______________ বিশেষ প্রতিনিধি ঢাকা প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ২০: ৪৯ রাজধানীর পল্লবীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা, ০৯ অক্টোবর ছবি: সংগৃহীত _____________________________ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির সমালোচনা করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা সিন্ডিকেট করতেন আওয়ামী লীগের লোকজন দিয়ে। এখন তো বাজারে সেই সিন্ডিকেট নেই। তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন? আজ বুধবার রাজধানীর পল্লবীতে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনামূলক প্রচারপত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি বলেন, মোটা চাল, মাঝারি চাল কেন কেজিতে তিন-চার টাকা বেড়েছে? এখন কেন তেলের দাম লিটারে ৬ টাকা বেড়েছে, ব্রয়লার মুরগি কেজিতে ১২ টাকা বেড়েছে? এটা জনগণ প্রত্যাশা করেনি। জনগণ সিন্ডিকেটমুক্ত বাজার চায়। তাই বাজার মনিটরিং তীব্রতর করা হোক। অন্তর্বর্তী সরকার সংস্কারে ‘ঢিলেঢালা’ ভাব করছে বলে অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ ...
Comments
Post a Comment