Posts

Showing posts from October, 2024

রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ চায় পুলিশ

Image
 রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ চায় পুলিশ _______________ মাহমুদুল হাসান ঢাকা প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৭: ৩৭ গণ–আন্দোলন দমাতে পুলিশকে এভাবেই ব্যবহার করেছে বিগত সরকার। গত ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়' ___________ আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের পদোন্নতি, পদায়ন, বদলি, নিয়োগ, পুরস্কার ও শাস্তি প্রদানের ক্ষেত্রে ব্যাপকভাবে অবৈধ অর্থ লেনদেন হয়েছে। প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে। ফলে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পেশাদারত্বের বড় ধরনের ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে সুনির্দিষ্ট কিছু নীতিমালা প্রণয়ন ও বাহিনী পরিচালনায় স্বতন্ত্র কমিশন চান পুলিশ সদস্যরা। পুলিশ সংস্কার কমিশনের সঙ্গে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এই আলোচনাগুলো উঠে এসেছে। এতে কর্মকর্তারা বলেছেন, পুলিশকে সেবামুখী করতে পেশাগত মূল্যায়নের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপ ও পদোন্নতি-পদায়নে লেনদেন বন্ধ করতে হবে। সংস্কারের আগে সমস্যার মূলে যেতে হবে এবং সমাধান করতে হবে। পুলিশ কেন মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে, সেই উত্তর খুঁজতে হবে। এ কাজগুলো সঠিকভাবে করতে পারলে পুলিশকে ...

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিল্টন, জীবন-মৃত্যুর মুখোমুখি ফ্লোরিডার বাসিন্দারা

Image
  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিল্টন, জীবন-মৃত্যুর মুখোমুখি ফ্লোরিডার বাসিন্দারা ________________________ বিবিসি প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২: ১৪ হারিকেন মিল্টনের ক্ষতি এড়াতে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন ফ্লোরিডার এক বাসিন্দা ছবি: রয়টার্স __________________________________ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দারা তড়িঘড়ি করে জরুরি প্রস্তুতি শেষ করছেন। কেউ আবার এরই মধ্যে ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছেন। কারণ, সেখানে ধেয়ে আসছে বিপজ্জনক ঘূর্ণিঝড় হারিকেন মিল্টন।   হারিকেন মিল্টন পাঁচ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৫ মাইল বা ২৭০ কিলোমিটার। আজ বুধবার রাতে ঘূর্ণিঝড়টি পূর্ণ শক্তিতে ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। হারিকেন হেলেনের বিপর্যয় কাটিয়ে ওঠার মাত্র দুই সপ্তাহের মধ্যেই অঙ্গরাজ্যটি আবারও দুর্যোগের মুখে পড়ল। ব্রাডেনটন শহরের বাসিন্দা জেরাল্ড লেমাস বলেন, ‘পাঁচ মাত্রা মানে, আপনার দিকে দৈত্যাকার একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে।’ বর্তমানে একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন লেমাস। তিনি বলেন, ‘আমি এখানে থাক...

ফ্লোরিডায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিল্টন, বিদেশ সফর বাতিল বাইডেনের

Image
  ফ্লোরিডায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিল্টন, বিদেশ সফর বাতিল বাইডেনের ___________________________ দ্য গার্ডিয়ান প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৩: ৪৩ ঘূর্ণিঝড় মিল্টনের প্রভাবে ফ্লোরিডায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ফ্লোরিডার পশ্চিম-মধ্য উপকূলে, ৯ অক্টোবর ২০২৪ ছবি : এএফপি ______________________________ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে ধেয়ে আসলে শক্তিশালী ঘূর্ণিঝড় মিল্টন। ঘূর্ণিঝড়টির মাত্রা এরই মধ্যে দুই দফায় কমিয়ে পাঁচ থেকে তিনে নামিয়ে আনা হয়েছে। কিন্তু তারপরও এর আঘাতে বড় রকমের হতাহত ও ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন মিল্টন ‘শতাব্দীর (অন্যতম প্রলয়ংকরী) ঝড়ে’ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। জরুরি পরিস্থিতি মোকাবিলার কাজে দেশে থাকতে তিনি পরিকল্পিত আফ্রিকা ও জার্মান সফর বাতিল করেছেন। স্থানীয় সময় বুধবার শেষ রাত বা বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। ঘূর্ণিঝড়টির বাতাস এর মধ্যে ফ্লোরিডা...

সংবাদ সম্মেলনে অভিযোগ গাজীপুরে বিএনপি নেতার হত্যার হুমকিতে বাড়িছাড়া একটি পরিবার

Image
  সংবাদ সম্মেলনে অভিযোগ গাজীপুরে বিএনপি নেতার হত্যার হুমকিতে বাড়িছাড়া একটি পরিবার _______________________ প্রতিনিধি গাজীপুর প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১৬: ৫৩ গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোস্তাকিম হোসেন হিমেল ফকির। আজ বুধবার দুপুরে ছবি: প্রথম আলো __________________________________ গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির হত্যার হুমকি দেওয়ায় বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার। আজ বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোস্তাকিম হোসেন হিমেল ফকির বলেন, ‘আমার বাড়ি শ্রীপুর উপজেলার বরমী এলাকায়। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে আমি স্থানীয় জব্বার ফকিরের ছেলে মোস্তফা ফকিরের জমিসংক্রান্ত কাজে বরমী ভূমি অফিসে যাই। এ সময় শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও তাঁর দুই ভাই এবং ছেলে পাপেল ফকির হঠাৎ আমাদের ওপর আক্রমণ করেন। তাঁরা মোস্তফা ফকিরকে বেধড়ক মারধর করেন। আমরা প্রতিবাদ করলে তাঁরা ও তাঁদের সন্ত্রাসী বাহিনী দা, ছুরি, বল্লম দিয়ে আমার বাসায় ভাঙচুর ও হামলা চালান। পরদিন সকালে আমার বা...

এখন তো শেখ হাসিনার সিন্ডিকেট নেই, তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন: রিজভী

Image
  এখন তো শেখ হাসিনার সিন্ডিকেট নেই, তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন: রিজভী ______________   বিশেষ প্রতিনিধি ঢাকা প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ২০: ৪৯ রাজধানীর পল্লবীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা, ০৯ অক্টোবর ছবি: সংগৃহীত _____________________________ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির সমালোচনা করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা সিন্ডিকেট করতেন আওয়ামী লীগের লোকজন দিয়ে। এখন তো বাজারে সেই সিন্ডিকেট নেই। তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন? আজ বুধবার রাজধানীর পল্লবীতে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনামূলক প্রচারপত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি বলেন, মোটা চাল, মাঝারি চাল কেন কেজিতে তিন-চার টাকা বেড়েছে? এখন কেন তেলের দাম লিটারে ৬ টাকা বেড়েছে, ব্রয়লার মুরগি কেজিতে ১২ টাকা বেড়েছে? এটা জনগণ প্রত্যাশা করেনি। জনগণ সিন্ডিকেটমুক্ত বাজার চায়। তাই বাজার মনিটরিং তীব্রতর করা হোক। অন্তর্বর্তী সরকার সংস্কারে ‘ঢিলেঢালা’ ভাব করছে বলে অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ ...

১০ দফা সংস্কার প্রস্তাব, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত

Image
  ১০ দফা সংস্কার প্রস্তাব, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত _____ বিশেষ প্রতিনিধি ঢাকা আপডেট: ০৯ অক্টোবর ২০২৪, ২১: ১১  গুলশানের হোটেল ওয়েস্টিনে আজ বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বক্তব্য দেন ছবি: শুভ্র কান্তি দাশ ____________ আইন, বিচার, সংসদ, নির্বাচনব্যবস্থাসহ রাষ্ট্রের সংস্কারে অন্তর্বর্তী সরকারের জন্য ১০ দফা প্রস্তাব তুলে ধরেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার দুপুরে গুলশানের হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এ প্রস্তাব তুলে ধরেন। এ সময়  জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পরে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, মূলত তাঁদের সংস্কার প্রস্তাব ৪১ দফা, সেটা বিস্তারিত। এখন তাঁরা সংক্ষেপে ১০ দফা প্রস্তাব দিয়েছেন। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের জন্য যেগুলো প্রাধান্য দেওয়া দরকার, সেগুলো দিয়েছেন। পরবর্তী নির্বাচিত সরকার এসে বাকিগুলো দেখবে। এ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার সব কটি করে দিলে নির্বাচিত সরকার এসে কী করবে। আমরা নির্বাচিত সরকা...